চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী আস্তানা শরিফের মেডিকেল ক্যাম্পে তিন হাজারের বেশি মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত শনিবার বেতাগী আনজুমানে রহমানিয়া, লায়ন্স ইম্পেরিয়াল সিটি, আইওয়াইসিএম ও কেকা যৌথভাবে বিনামূল্যে এ চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম, শিশু, নাক, কান ও গলা, খতনা, কর্ণছেদন ও চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ভিত্তিতে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। আধ্যাত্মিক সাধক আল্লামা হজরত কারি হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহ.)-এর বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিকসভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯তম বার্ষিক সম্মেলন উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দরবার এ বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।












