রাঙ্গুনিয়ায় মো. আজিজুল হক (২২) নামে এক ট্রাক চালক তার ডাম্প ট্রাকসহ তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৫ মার্চ তিনি নিখোঁজ হন। পরিবারের সন্দেহ, তাঁকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে গত ২৬ মার্চ তার বাবা আবদুল হাকিম রাঙ্গুনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। তিনি বলেন, আমার ছেলে একজন ট্রাক ড্রাইভার। প্রতিদিনের মতো গত ২৫ মার্চ সকালে বেতাগীতে একটি বালির ভাড়া নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এদিন রাত ১১টার দিকে তাকে ফোন করা হলে ১ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবে বললেও সে আর আসেনি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরেরদিন সকাল ৭টার দিকে তার মোবাইল নাম্বারে ফোন করলে অচেনা একজন ফোন ধরে আবার কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তার পরনে ছিল চেক শার্ট ও ফুল প্যান্ট। তার ছেলের সন্ধান পেলে ০১৮২০-৩০৮৫৭৯ নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানান, আজিজুল হক নামে এক ট্রাক চালক নিখোঁজের ব্যাপারে তাঁর বাবা একটি নিখোঁজ ডায়েরি করেছেন। আমরা তার সন্ধান বের করার চেষ্টা চালাচ্ছি। তবে তিনি নিখোঁজ না অপহরণ বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।