কঠোর বিধি-নিষেধের ষষ্ঠ দিনে রাঙ্গুনিয়ায় সড়কে বেড়েছে মানুষের চলাচল। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি চলাচল করেছে স্বাভাবিক নিয়মে। প্রয়োজনে, অপ্রয়োজনে মানুষ বের হয়েছে রাস্তায়।
দিনব্যাপী দুয়েক জায়গায় পুলিশ তৎপরতা চালালেও আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা এদিন দেখা যায়নি। ফলে লকডাউন পরিস্থিতি অনেকটা ভেঙে পড়েছে রাঙ্গুনিয়ায়৷
আজ বুধবার (২৮ জুলাই) রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করেছে। উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ, পাড়া-মহল্লার দোকানপাট ছিল খোলা। সড়ককেন্দ্রিক দোকানগুলোতেও ব্যবসায়ীদের সাটার অর্ধেক খুলে ব্যবসা করতে দেখা গেছে। অন্যান্য সাধারণ দিনের মতোই মানুষের যাতায়াত, আড্ডা, ঘোরাঘুরি সবই চলেছে। এসময় স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশিরভাগ মানুষই ছিল উদাসীন। বেশিরভাগের মুখে ছিল না মাস্ক। কেউ মাস্ক পরলেও তাদের তা থুতনির নিচে ঝুলিয়ে রাখতে দেখা যায়।
লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, “সারাদিন বৃষ্টির কারণে এদিন আইনশৃঙ্খলা বাহিনী সড়ক ও পাড়া মহল্লায় তল্লাশি চালাতে পারেনি৷ তবে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
এদিকে, রাঙ্গুনিয়ায় বেড়েছে করোনা সংক্রমণ। এদিন একদিনে রাঙ্গুনিয়ায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে রাঙ্গুনিয়ায় মোট শনাক্ত হয়েছে ১,০৪৪ জন, মারা গেছে ১৮ জন। এ রমধ্যে সুস্থ হয়েছে ৭ শতাধিক।