আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় গণভোটের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। গ্রাম পুলিশদের মাধ্যমে গণভোট সম্পর্কে প্রচারণা চালানো হবে। গণভোটে ‘হ্যা’ ও ‘না’ ভোট কি জন্য এবং কেনো দেয়া প্রয়োজন এ সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া গণভোটের প্রচারণায় বিভিন্ন ইউনিয়নেও পৃথক প্রচারণা চালাতে দেখা গেছে ইউএনও নাজমুল হাসানকে গতকাল শনিবার বিকেলে ‘টহড় জধহমঁহরধ’ নামক ফেসবুক আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করে এই কার্যক্রমের কথা জানানো হয়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, “গণভোটের প্রচারণা। গ্রাম পুলিশদের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচারণা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা।” প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে নারী ও পুরুষ গ্রাম পুলিশ সদস্যরা দুই সারিতে দাঁড়িয়ে আছেন। তাদের হাতে গণভোট সংক্রান্ত লিফলেট তুলে দিচ্ছেন ইউএনও নাজমুল হাসান। এ সময় তারা লিফলেটগুলো উঁচিয়ে ধরেন।
এদিকে ইউএনওর ওই পোস্টের নিচে মো. আশেক এলাহী নামের এক ব্যক্তি মন্তব্যের ঘরে লিখেছেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক আমাদের পল্লী বিদ্যুৎ কর্মীদের মাধ্যমে রাঙ্গুনিয়া জোনাল অফিসের ৯০ হাজার গ্রাহকের বাড়িতে বাড়িতে গণভোটের লিফলেট পৌঁছে যাবে ইনশাআল্লাহ।”












