রাঙ্গুনিয়ায় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বুধবার রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া স্কুল পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ সাদেক হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা প্রমুখ। বক্তব্য দেন ক্রীড়া শিক্ষক মুক্তি সাধন বড়ুয়া। সঞ্চালনা করেন শিক্ষক মো. সেলিমুল হক। এতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল ফুটবল খেলায় ঘাটচেক উচ্চ বিদ্যালয়কে ২–১ গোলে পরাজিত করে রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। গত ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই ক্রীড়া আয়োজনে ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও দাবা প্রতিযোগিতায় উপজেলার ৪৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়াও মজুমদারখীল উচ্চ বিদ্যালয় মাঠে এবং একই ইভেন্টে নারী শিক্ষার্থীরা উপজেলা শিশুমেলা মডেল স্কুল মাঠে অংশগ্রহণ করে। শেষে এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।