রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চন্দ্রঘোনা সকার ক্লাব চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

 

 

রাঙ্গুনিয়ায় আলহাজ্ব বুজরুচ মেহের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া মাঠে অনুষ্ঠিত হয়। মোস্তফা রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে ফাইনাল খেলায় চন্দ্রঘোনা আধুর পাড়া সকার ক্লাব ফুটবল একাদশ ২০ গোলে মরিয়ম নগর ফুটবল একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মো. ইয়াছিন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপপ্রধান প্রকৌশলী ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোস্তফা ইকবাল টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল্লাহ। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন। আবু বক্করের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজ। টুর্নামেন্টে ১৮ টি দল অংশগ্রহন করে।

পূর্ববর্তী নিবন্ধশুটিং শেষে ফিরলেন কলকাতায়
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আদর্শ শাপলা ক্লাব গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন