রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সমাজ সেবামূলক সংগঠন গাজী রশিদিয়া পাড়া প্রবাসী পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের দেশীয় প্রতিনিধিদের সাথে দেশে অবস্থানরত প্রবাসীদের মতবিনিময় সভা করা হয়। সংগঠনের প্রবাসী প্রবীণ সদস্য গাজী খোরশেদ আলম মুন্সির সভাপতিত্বে ও দেশীয় প্রতিনিধি শিক্ষক সাজ্জুতুল ইসলামের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ইরান শাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহকারী সচিব ইকবাল হোসেন রুকেল। বক্তব্য দেন সংগঠনের সদস্য খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, সাংবাদিক মাসুদ নাসির, সংগঠনের সদস্য হাবিবুর রহমান, ওমর ফারুক, মোহাম্মদ রুবেল, মো. আদনান, নূর হোসেন, শাহ আলম, আব্দুল কুদ্দুস, ওমর ফারুক, জমির হোসেন, মাওলানা আব্দুল জব্বার, আবুল কালাম, রাশেদুল ইসলাম, সাইফুদ্দিন, ওমর ফারুক, আবু জাফর, আকবর হোসেন প্রমুখ।