রাঙ্গুনিয়ায় খালে গোসলে নেমে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় খালের পানিতে ডুবে মোহাম্মদ সাগর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে গুমাইবিলের কুলকুরমাই খালে এ ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বনগ্রাম এলাকার মো. জয়নালের ছেলে।

জানা যায়, গুমাইবিলের কুলকুরমাই খাল থেকে ধানের জমিতে পানি সেচ দিচ্ছিল দুই সহোদর কৃষক হেলাল ও জাবেদ। মামাদের জন্য সাগর ও সাজিত খাবার পানি দিয়ে বাড়িতে ফেরার পথে কুলকুরমাই খালে সাগর গোসল করতে নামে। সাগর খালে নেমে দীর্ঘক্ষণ উঠে না আসায় ছোট ভাই সাজিত শোর চিৎকার দেয়। পরে সেচ দিতে ব্যস্ত দুই মামা ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় সাগরের নিথর দেহ উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী ভূমি অফিসে তালা ভেঙে চুরি
পরবর্তী নিবন্ধআজ ও কাল চতুর্থ লিডার্স তারুণ্য উৎসব