রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান স্মৃতি ফুটবলে ইছাখালী একাদশ ফাইনালে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইছাখালী একাদশ। গভর্ণর জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রাজাভুবন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে ইছাখালী ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে গোল দুটি করেন ছোটন ও সমির বাবু। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ছোটন।
খেলায় প্রধান অতিথি ছিলেন পরিবর্তন নায়ক ক্যাটাগরিতে কৃষি এওয়ার্ড প্রাপ্ত মৎস্য ও কৃষি খামারী এরশাদ মাহমুদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মাস্টার দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, শিক্ষক রঞ্জন বড়ুয়া, এনামুল হক, বিজয় কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, এইচ.এস. জামাল চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আলী আকবর, বিশু বড়ুয়া, পিপলু বড়ুয়া, রাসেল রাসু, মাহমুদুল ইসলাম রাসেল, নেজাম উদ্দিন চাষি, মানিক কান্তি দাশ, মো. হেলাল প্রমুখ।
আজ দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে পাহাড়তলী ফুটবল একাডেমি বনাম শিলক ফুটবল একাদশ।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ফুটবল লিগ ২৯ অক্টোবর শুরু
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি জিরো