রাঙ্গুনিয়ায় কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) কোয়ার্টার ফাইনালের চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার গভর্নর জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত চারটি কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হেেছ যথাক্রমে রাঙ্গুনিয়া পৌরসভা, দক্ষিণ রাজানগর ইউনিয়ন, বেতাগী ইউনিয়ন এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। আজ মঙ্গলবার দুটি সেমিফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বেতাগী ইউনিয়ন এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন।

বিকাল ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রাঙ্গুনিয়া পৌরসভা এবং দক্ষিণ রাজানগর ইউনিয়ন একাদশ। প্রথম কোয়ার্টার ফাইনালে পোমরা ইউনিয়নকে ২-০ গোলে হারায় স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন। দ্বিতীয় ম্যাচে বেতাগী ইউনিয়ন পরাজিত করে কোদালা ইউনিয়নকে। তৃতীয় ম্যাচে রাঙ্গুনিয়া পৌরসভা দল পরাজিত করে শিলক ইউনিয়নকে। শেষ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ রাজানগর দল পরাজিত করে পারুয়া ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপ হকিতে বড় হার বাংলাদেশের
পরবর্তী নিবন্ধরেকর্ডের সোনালি পাতায় লিটন-মুশফিক