রাঙ্গুনিয়ায় কোদালা খালে ভাঙন, ধসে পড়েছে স্কুলের সীমানা প্রাচীর

ঝুঁকিতে তিন তলা একাডেমিক ভবন, ঘরবাড়ি-ফসলি জমি

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় টানা বৃষ্টিতে কোদালা খালে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের ঐতিহ্যবাহী কোদালা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ ধসে পড়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে স্কুলের তিনতলা একাডেমিক ভবন, হাজী সৈয়দ আলী সড়কের কোদালা বাজার সংযোগ ব্রিজ, কোদালা বাজারসহ মানুষের ঘরবাড়িফসলিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। খালের ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, কোদালা খালের ভাঙনে ২০৩০ ফুট সীমানা প্রাচীর খালে ধসে পড়েছে। এতে ২০ ফুট দূরত্বে থাকা মূল তিন তলা একাডমিক ভবনটি কোদালা খালে তলিয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে থেকে প্রথমে কোদালা খালে এবং পরে এই খালের উপখাল রক্তছড়ি খাল, জামছড়ি, বড়খীল, নোয়াখাল, কোদালা আগা, সাইরতলী এলাকার বিভিন্ন পয়েন্টে ড্রেজার দিয়ে অবাধে বালি উত্তোলন করা হচ্ছে। ফলে কোদালা খালটি বালুশূন্য হয়ে গভীরতা বেড়ে আশেপাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে পড়েছে কোদালা উচ্চ বিদ্যালয় ভবনসহ ঐতিহ্যবাহী কোদালা বাজার, পুরানো বোর্ড অফিস সংলগ্ন ব্রিজসহ এতদ অঞ্চলের মানুষের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

কোদালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়ুয়া জানান, কর্ণফুলী নদীর তীরে ১৯৬৫ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়ে এলাকার শিক্ষা বিস্তারে অবদান রাখছে। ছায়া সুনিবিড় এবং প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যে বেষ্টিত এই বিদ্যালয়ের একাডেমিক ভবনের পূর্ব পাশ দিয়ে কর্ণফুলীর শাখা কোদালা খাল বয়ে গেছে। টানা বৃষ্টিতে উজান পানির স্রোতের কারণে মাটি ক্ষয় হয়ে বিদ্যালয়ের দেওয়াল ভাঙন দেখা দিয়েছে। যার ফলে বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং পূর্ব পার্শ্বের শ্রেণি কক্ষগুলো খুবই ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের পড়ালেখার যাতে ব্যাঘাত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন বলে জানান তিনি।

কোদালা স্কুলের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী মো. শহিদুল্লাহ জানান, স্কুলের একাডেমিক ভবনটি ধসে পড়লে শিক্ষার অপূরণীয় ক্ষতি হবে। এ ব্যাপারে কোদালার দলমত নির্বিশেষে আপমর জনসাধারণ, স্থানীয় ও উপজেলা প্রসাশনকে সচেতন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর আহ্বান জানান তিনি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, কোদালা খালের ভাঙনের স্থানটি সরেজমিনে দেখা হয়েছে। এই ব্যাপারে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট বোয়ালখালী উপজেলা শাখার সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাধারণ সভা