কৃষক লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা কৃষক লীগ সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের প্রধান উপদেষ্টা এরশাদ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম সাজ্জাদ। উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আইয়ুব রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা কৃষক লীগ নেতা জসিম উদ্দিন, নূর মোহাম্মদ বাহদুর, নারায়ন চন্দ্র দে, ব্যাংকার ওবায়দুল্লাহ চৌধুরী, খোরশেদ আলম মাস্টার প্রমুখ।