রাঙ্গুনিয়ায় পাহাড় থেকে সুমন দে শিশির (৫৫) নামে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার রাতে তার স্ত্রী অনু দেব বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিবাদী করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানায়।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকার বাটানা পাহাড় থেকে সুমন দে শিশির নামে ওই কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড লক্ষীছড়া গ্রামের দূর্গা চরণ দে’র ছেলে। তিনি ওই পাহাড়ে সবজি ও পান চাষাবাদ করতেন। সেগুলো পাহাড়া দিতেই রাতে সেখানে থাকতেন বলে জানা যায়। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মামলার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, গহীন পাহাড় হওয়ায় এই এলাকায় বিভিন্ন বাহিনী আছে। কারা এবং কেন এই কৃষককে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় সুমন দের স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশের পক্ষ থেকে চিরুনী অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বদ্ধপরিকর বলে তিনি জানান।