রাঙ্গুনিয়ায় কর মেলায় র‌্যালি ও আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

‘সময় মত কর দিন, গ্রাম উন্নয়নে অংশ নিন’ এই স্নোগানে করমেলা উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালি ও আলোচনা সভা মরিয়মনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ্যানহেন্সিং কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ইসিবিআইডি-বি) এর আওতায় মরিয়মনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে করমেলা বাস্তবায়ন করে এসোসিয়েশন ফর উইমেন ইম্পাউয়ারমেন্ট অ্যান্ড চাইল্ড রাইটস (এওয়াক) রাঙ্গুনিয়া। এওয়াক’র সিডিডি এবং সিবিএম প্রোগ্রামের সহযোগিতায় করমেলা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী। এওয়াকের প্রকল্প কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য দেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ইউপি সচিব সুজন কুমার নাথ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, শামসুল আলম, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইয়াসমিন আরা বেগম, এওয়াকের কর্মকর্তা নির্বানী তোষ সাহা ভাস্কর, শাহ জালাল, প্রতিবন্ধীদের সংগঠন এপেক্স বডির যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, মরিয়মনগর সিএনজি-অটোরিকশা চালক সমিতির সভাপতি আবদুল মোনাফ প্রমুখ। শুরুতে বেলুন উড়িয়ে কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঙালি কমিউনিটি ও ইউএসএ গাউসিয়া কমিটির সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধপ্রিয়াংকা বড়ু্‌য়া