রাঙ্গুনিয়ায় এসএনও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সরফভাটা এসএনও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কোদালা নুরুল হক স্মৃতি ক্রিকেট একাদশ ৬ উইকেটে সরফভাটা আবুল কাশেম স্মৃতি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও মহানগর রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি দক্ষিণ রাঙ্গুনিয়া এরিয়ার ডিরেক্টর রাসেল আহমেদ, মো. আলী সওদাগর, ইউপি সদস্য দিলদার হোসেন, মোহাম্মদ সেলিম, শিক্ষক মো. রিজওয়ান। বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আব্দুল আজিজ, মো. তরিকত, মো. নুর, মো. ফারুক প্রমুখ। পরে খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
পরবর্তী নিবন্ধমুশফিককে নিয়ে চিন্তিত নন মোমিনুল