রাঙ্গুনিয়ায় এম. সেলিম লেলিংগা স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এম. সেলিম লেলিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার।

প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। বক্তব্য রাখেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিচের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সমীর চন্দ্র দে, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম রফু, দলিল লেখক এম. ইলিয়াছ কবির, শিক্ষক সৈয়দ জাহিদুল হক, লিপি বড়ুয়া, আবদুল ছত্তার, মো. মাহাবুবে এলাহী, মো. হানীফ প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আহমদ মিয়া চৌধুরী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন