রাঙ্গুনিয়ায় চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত রোববার দিনগত রাত ৩টার দিকে নিহত চম্পা চাকমার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় মো. এনামুল হককে (২৭) আসামি করা হয়েছে। অভিযুক্ত এনাম উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের মো. নুরুজ্জামার ছেলে। জানা যায়, নিহত চম্পা চাকমা এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের রাঙ্গুনিয়ার ধামাইরহাটস্থ নিশ্চিন্তাপুর ব্রাঞ্চে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙামাটি সদরের বন্দুকভাঙা এলাকার শান্তিময় চাকমার মেয়ে। থানা ও মামলার এজহার সূত্রে জানা যায়, ঘাতক এনাম তার বোনের মাধ্যমে এক লাখ টাকা ঋণ নিয়েছিলো।
গত ২৮ ফেব্রুয়ারি ওই ঋণের একটি কিস্তি দেয়ার কথা থাকলেও সেটা সে পরিশোধ করতে পারেনি। চম্পা ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য বার বার তাগাদা দেয়াতে ক্ষিপ্ত হয়ে এনাম পূর্ব পরিকল্পনা অনুসারে তাকে ছুরিকাঘাতে খুন করে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার দিন রাত ৩টার দিকে নিহত চম্পা চাকমার বোনের স্বামী বাদি হয়ে মো. এনামুল হককে একমাত্র আসামি করে থানায় মামলা করে। আসামিকে ধরতে অভিযান চলছে।












