রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাহাড় কাটার দায়ে ৫ হাজার টাকা এবং পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী পৃথক এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার কোদালা চা বাগানের হরিহর এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। এসময় পাহাড় কাটার দায়ে মো. করিম নামে এক যুবলীগ নেতাকে ৫ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়। অন্যদিকে একইদিন উপজেলার রাণীরহাট বাজারে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে অভিযান চালিয়েছেন ইউএনও ইফতেখার ইউনুস। এসময় চালের বস্তায় পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে শাহ আমানত অটো রাইচ মিলকে ১৫ হাজার, বার আউলিয়া অটো রাইচমিলকে ১০ হাজার, আল হাসনাইন অটো রাইচ মিলকে ১২ হাজার এবং ছাদেক শাহ অটো রাইচমিলকে ১২ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়।