রাঙ্গুনিয়ায় এক বছরে চুরি ২৭ ট্রান্সফরমার ক্ষতি ২০ লাখ টাকা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় গত এক বছরে পল্লী বিদ্যুতের ২৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে। নতুন ট্রান্সফরমার কিনতে গিয়ে গ্রাহকদের গুণতে হয়েছে ১০ লাখ টাকা। অন্যদিকে সরকারিভাবে ভর্তুকি দিতে হয়েছে ১০ লাখ টাকা। এই চোরচক্রকে আইনের আওতায় আনতে না পারার কারণে দিন দিন চুরি বাড়ছে বলে জানিয়েছে এলাকাবাসী ও বিদ্যুৎ অফিস। এই নিয়ে গ্রাহকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, তামা জাতীয় মূল্যবান কয়েল আর তারের লোভে প্রতিনিয়ত রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে ট্রান্সফরমার চোর চক্র। গত তিন বছরে রাঙ্গুনিয়ায় দেড় শতাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত ২৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে। ট্রান্সফরমার চুরির পর প্রতিবারই থানায় জিডি হয়, হয় তদন্তও। কিন্তু এই পর্যন্ত একজন চোরকেও আইনের আওতায় আনা যায়নি। কিন্তু সমিতির নিয়ম অনুযায়ী চুরি যাওয়া ট্রান্সফরমারের অর্ধেক মূল্য গ্রাহকদের পরিশোধ করতে হয়। টাকা জোগাড় করতে নিন্ম আয়ের মানুষ যেমন ভোগান্তি পুহিয়েছেন, তেমনি অফিসিয়াল প্রসেস করতে গিয়ে থেকেছেন দিনের পর দিন অন্ধকারে।
সর্বশেষ বৃহস্পতিবার রাঙ্গুনিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নুরুল ইসলাম নাহিদ নামে (৪০) এক চোর নিহত হয়েছেন। তিনি পেশায় বাসের সুপারভাইজার হলেও, তার আড়ালে করতেন ট্রান্সফরমার চুরি। এই ঘটনায় প্রযুক্তির সাহায্যে শওকত নামে এক স্ক্র্যাব ব্যবসায়ীকে আটক করে নগরীর বাকলিয়া থানা পুলিশ। তারা ঘটনা তদন্ত করে ওসমান মাঝিসহ চুর চক্রের আরও বেশ কয়েকজনের নাম সামনে নিয়ে এলেও দুই থানার রশি টানাটানিতে তা শেষ পর্যন্ত কতটা আলোর মুখ দেখবে তাই এখন দেখার বিষয়।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, আটক স্ক্র্যাব ব্যবসায়ী শওকতকে ৫৪ ধারা অনুযায়ী চালান দেয়া হয়েছে। জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল যেহেতু দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় তাই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ ওই থানার মাধ্যমেই করতে হবে। তবে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, যেহেতু চুরির চেষ্টা হলেও চুরির ঘটনা ঘটেনি। তাই বিষয়টি নিয়ে তাদের কিছু করণীয় নেই। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকবে পুলিশ।
অন্যদিকে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জুয়েল দাশ বলেন, চুরি চেষ্টার ঘটনার পর দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়েছিল। রাতে চোর চক্রের নাম জানলেও রাঙ্গুনিয়ায় ভারী বৃষ্টিতে বিদ্যুতের তার ছিড়ে যায়। তাই বৃহস্পতিবার রাতে ওই কাজে ব্যস্ত ছিলেন। শুক্রবার উত্তর রাঙ্গুনিয়াতেও বৈদ্যুতিক গোলযোগে সারাদিন ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করতে পারেননি। তবে আজ (শনিবার) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় যোগাযোগ করবেন বলে জানান তিনি।
এদিকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চুর নিহতের ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা এই চক্রকে আইনের আওতায় আনতে বিভিন্ন মাধ্যমে দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপাগলা কুকুর কামড়াল ৩৫ জনকে
পরবর্তী নিবন্ধভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে বিক্রমাসিংহের শপথ