রাঙ্গুনিয়ায় উন্নয়ন ও সুশাসনের বার্তা নিয়ে মাঠে জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় উন্নয়ন ও সুশাসনের বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। গতকাল পারুয়া ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবো। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষ পরিবর্তন চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সততা, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।

দিনব্যাপী গণসংযোগ শেষে ডা. এটিএম রেজাউল করিম লালানগর ইউনিয়নে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অফিস উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধমেরিডিয়ান কোহিনূর সিটির যাত্রা শুরু হবে ৩০ জানুয়ারি