রাঙ্গুনিয়ায় উন্নয়ন ও সুশাসনের বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। গতকাল পারুয়া ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবো। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষ পরিবর্তন চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সততা, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
দিনব্যাপী গণসংযোগ শেষে ডা. এটিএম রেজাউল করিম লালানগর ইউনিয়নে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অফিস উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।












