রাঙ্গুনিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড নোয়াগাঁও লস্কর তালুকদার বাড়ি এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে দিনব্যাপী কেরাত ও হামদনাত প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৯ আগস্ট লস্কর তালুকদার পাড়া নতুন জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মফজল আহম্মদ কন্ট্রাক্টর। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী তোফাজ্জল আহমেদ। উদ্বোধক ছিলেন মুহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাহফিল কমিটির আহবায়ক মুহাম্মদ জামাল, সদস্য মোক্তার আহমেদ, তানভীর হোসাইন তারেক, মাস্টার আনোয়ার হোসেন, আইয়ুব আলী, খায়েজ আহামদ, সাহিম উদ্দীন শামীম, সৈয়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহেদ হাছান তালুকদার, মনজুর আলম, ফরহাত, আরাফাত, আজিম, ফারহান প্রমুখ। ধর্মীয় আলোচনা করেন মাওলানা নাছির উদ্দীন, আহমদ উল্লাহ ফোরকান খাঁন আল কাদেরী।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে চুরি যাওয়া মালামাল ভর্তি পিকআপ জব্দ, আটক ৩
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ২১ মামলার আসামি গ্রেপ্তার