রাঙ্গুনিয়ায় মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ঘাগড়াকুল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আজিজুল হক জলইক্যার বসতঘর থেকে তাদের ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শীর্ষ মাদক ব্যবসায়ী আজিজুল হক জলইক্যার দুই ছেলে মো. নিজাম উদ্দিন (২৯) ও ইরফানুর রহমান আরমান (২০), তার স্ত্রী নাছিমা বেগম (৫০) এবং পার্শ্ববর্তী কাউখালী থানার ৮ নং ওয়ার্ড হাতিমারা গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেন ওরফে রাসেল (২২)।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ ধরা হয়। জব্দকৃত মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে তারা রেখেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।











