রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আরমান উদ্দিন (২২) ও সালাউদ্দিন কাদের প্রকাশ মামুন (২৭)। মামুন উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল কাদেরের ছেলে এবং আরমান রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ড মো. মুছার ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের বনগ্রাম মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া গেছে।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। শুক্রবার (গতকাল) তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ইমু বলেন, এলাকাটি পাহাড়ি এলাকা হওয়ায় সামপ্রতিক সময়ে মাদকের উৎপাত বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইতোমধ্যে মাদকের একাধিক আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও মাদক সম্পূর্ণরূপে নির্মূলে প্রশাসনের আরও বেশি তদারকিসহ সহায়তা কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের দেড় মাস পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধশ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান