রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলায় ১২ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। চার্জ গঠনের পর বিচার শুরুর আদেশ দিয়েছেন বিচারক। গতকাল সোমবার চট্টগ্রামে জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুইয়ার আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে অভিযোগ গঠিত হয় এবং সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এর মাধ্যমে বহুল আলোচিত চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার শুরু হয়। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এস ইউ এম নুরুল ইসলাম বলেন, গত ২ আগস্ট আদালতে ছয় আসামির পক্ষে ডিসচার্জ পিটিশন (অব্যাহতির আবেদন) দেয়া হয়েছিল এবং একইদিন শুনানি করা হয়। এরপর গতকাল সকালের দিকে বিচারক আজিজ আহমেদ ভুইয়ার আদালতে আসামিদের হাজির করা হয়। বিচারক এ সময় পিটিশন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। ১২ জন আসামির মধ্যে ছয়জনের পক্ষে যে ডিসচার্জ পিটিশন (অব্যাহতির আবেদন) দেওয়া হয়েছিল, আদালতে সেটি নামঞ্জুর হয়। এরপর আগামী ২০ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
জানা যায়, নৃশংস এই হত্যাকাণ্ডে অভিযুক্ত এই ১২ আসামির মধ্যে আজগর আলী (৫২) ও মুবিন ওরপে মোমিন (২০) এই দুজন জেল হাজতে। পলাতক রয়েছে তৈয়বুর রহমান টিপু (২৮), আলী আকবর (৪৩), মাহবুবুল আলম (৩৩) ও আইয়ুব আলী খান (৫৪) এই চারজন। এছাড়া জামিনে থাকা ছয়জন হল আবু বক্কর (৫১), মোহসিনুল হক (৫৫), তৌহিদুল ইসলাম মামুন (৩৩), ওহিদুর রহমান ওরপে সাগর খান (২২), মোহাম্মদ আলমগীর (৪০) ও মোহাম্মদ আবু তালেব (৩৮)। এর বাইরেও এই ঘটনায় ভিন্ন আদালতে বিচারাধীন নেজাম উদ্দিন নাজু (১৭) নামে একজন পলাতক রয়েছে।










