রাঙ্গুনিয়ায় এক ইউপি সদস্যকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৭ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এরা হলেন উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ (৩৫), একই এলাকার শাহ আলমের ছেলে সোলাইমনা (৩০), এজহার মিয়ার ছেলে মোরশেদ (২৫) এবং ১ নং ওয়ার্ডের ফুলবাগিচা গ্রামের মৃত নুরুল আলমের ছেলে জাহেদুল ইসলাম নয়ন (২৪)। এছাড়া ওই ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে লোকমানকে (৪০) ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য ইউসুফ ও তার সহযোগীরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়া ও আশেপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এই নিয়ে ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভাতেও তার এসব কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েছিল সংরক্ষিত এক নারী ইউপি সদস্য।
সর্বশেষ গত শুক্রবার রাতে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে পারুয়া কালিমন্দির এলাকা থেকে তাদের ধাওয়া দিয়েছিল স্থানীয় উত্তেজিত জনসাধারণ। সেখান থেকে ধাওয়া খেয়ে অন্য একটি স্পটে গিয়ে তারা অবস্থান করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের মাদকসহ গেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বেচাকেনার সাথে জড়িত বলে স্বীকার করে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, গেপ্তার ইউপি সদস্যসহ বাকী ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।












