রাঙ্গুনিয়ায় ইউপি প্যানেল চেয়ারম্যানের বসতঘরে আগুন

মাইক্রোকারসহ ৩০ লাখ টাকার ক্ষতির দাবি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ১০:৫৪ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহেদ হাসানের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আজ রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তার ব্যবহৃত মাইক্রোকারটিও (চট্টমেট্টো গ ১১-৬৫১২) পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের দশমাইল এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাহেদ হাসানের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তার ৩০x২০ ফুট আয়তনের কাঁচা বসতঘর এবং একটি মাইক্রোকার পুড়ে গেছে। তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত জাহেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই।

তিনি জানান, ঘরের ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক তার ইঁদুর কেটে দিয়েছিল। এরপর তা মেরামতের আগেই আগুন লেগে মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করা সম্ভব হয়নি। গাড়িসহ সব মিলিয়ে তার প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদেশত্যাগ করতে পারবেন না মাহজাবীন-মুরাদসহ ৪ জন
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহৃত দুই যুবক উদ্ধার