রাঙ্গুনিয়ায় আবদুল কাদের জিলানী (র.) মাদ্রাসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

পশ্চিম সরফভাটা হযরত আবদুল কাদের জিলানী (রাহ.) দাখিল মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আল্লামা মৌলানা কোরবান আলী (রহ.) ১১তম বার্ষিক ওরশ উপলক্ষে আলোচনা সভা, করোনাকালীন ফ্রি চিকিৎসা সেবা, বাষিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল গত ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা প্রাঙ্গঘে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এম সাইদ উর রহমান তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যুগ্ম মহাসচিব আলহাজ্ব এরশাদ মাহমুদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়শা আকতার। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম সুজাউদ্দিন, হযরত আবদুল কাদের জিলানী (রাহ.) দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মফিজুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মজিবুল ইসলাম সরফী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখতার কামাল চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে ডেন্টাল ক্যাম্প, খতনা ক্যাম্প ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে প্রায় ৩ শতাধিক মানুষ চিকিৎসা সেবাগ্রহণ করেন। বিকালে মোহাম্মদ দাউদ ইসহাকের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ আ ন ম আহমদ রেজা, অধ্যাপক কাজী এ কে এম সাইফুদ্দীন মামুন, আল্লামা আবুল মনছুর আশরাফী, হাফেজ মাওলানা মো. আবুল কাশেম, আল্লামা মুহাম্মদ শিহাব উদ্দিন আলকাদেরী আলোচনা পেশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণমীরসরাইয়ে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু