রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইশরাক চৌধুরী রাজিত। চ্যাম্পিয়ন–রানার্স আপ, কোয়ার্টার ফাইনালে অংশগ্রহনকারী ও ৪ জোনে অংশ নেয়া প্রতিযোগীদের মেডেল ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান। ফাইনালে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত দাবাড়ুরা অংশ নেন। প্রতিটি বিদ্যালয় থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। শিক্ষক ও স্কাউটার এম মোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, শিক্ষক রতন কান্তি শীল, পরম কান্তি দাশ, আজিজুল ইসলাম, আনন্দ কুমার বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, সদস্য ইকবাল আহমেদ বেলাল, দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ইশরাক চৌধুরী রাজিত, রানার্স আপ শাহরিয়ার হোসেন জীম, প্রতিযোগী সানজিদা ইসলাম শাওন।












