রাঙ্গুনিয়ায় আনসার ও ভিডিপির মতবিনিময় সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলছে সারা দেশে। এরই অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় মতবিনিময় সভা গত ১৬ অক্টোবর উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে রাঙ্গুনিয়া আনসার ও ভিডিপি কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা কমান্ডেন্ট মো. আবু সোলায়মান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীমা আকতার প্রমুখ।

সভায় প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ভিডিপি দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সরকারের সবচেয়ে শক্তিশালী তৃণমূল কাঠামো। গ্রাম পর্যায়ে সামাজিক নিরাপত্তা, নারী ক্ষমতায়ন, মাদক প্রতিরোধ ও সন্ত্রাস দমনে ভিডিপি সদস্যদের ভূমিকা অনন্য। আপনারা দেশের গর্ব, তাই প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও শৃঙ্খলা সমাজে প্রয়োগ করুন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ও লিও ক্লাব অব চিটাগংয়ের সেবা কার্যক্রম
পরবর্তী নিবন্ধহাসপাতালের বর্জ্যে আর দূষিত হবে না পরিবেশ