রাঙ্গুনিয়ায় আদিবাসী দিবস উপলক্ষে নানা কর্মসূচি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের সিএমএলআরপি২ প্রকল্পের উদ্যোগে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের জঙ্গল বগাবিলি গ্রামে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা ও রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (৯ আগস্ট) সকালে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় কার্বারী অংচাথোয়াই মারমা, শিক্ষক হ্লাথৈপ্রু মারমা, কারিতাস এর মাঠ কর্মকর্তা গৌরী ভট্টাচার্য্য, ফিল্ড এনিমেটর চাইথোয়াই মারমা, মেহেদী হাসান, প্রিয়তোষ তঞ্চঙ্গাসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে কোনো প্রতিহিংসার জায়গা নেই, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারিতাসের মাঠ কর্মকর্তা গৌরী ভট্টাচার্য্য আশ্বস্ত করেন, প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পূর্ববর্তী নিবন্ধযারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন তাদের মৃত্যু নেই
পরবর্তী নিবন্ধসংযোগ সেতুর নির্মাণাধীন কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন