রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি বসতঘর ও একটি মুরগীর ফার্ম। গত মঙ্গলবার রাতে উপজেলার লালানগর দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে লালানগরের ৭ জন মালিকের ৫টি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন মো. আলম, মো. জাহাঙ্গীর, শাহ আলম, মো. নুরু, ছকিনা বেগম, নুরুজ্জামান ও বাবুল। তাদের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষ বিশিষ্ট ১টি পাকা ও ৪টি কাঁচা বসতঘর ও ১টি মুরগীর ফার্ম আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
এতে নগদ টাকা সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।