রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে তিনটি কাঁচা বসতঘর। এ সময় আগুনের উত্তাপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আজিমনগর বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কাপ্তাই সড়কে আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে নগদ ১ লাখ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তদের দাবি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি আমরা।