রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৮:৩৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

আজ শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড রক্তছড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় পৌর কাউন্সিলর জালাল উদ্দিন জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকার আহমদ ছৈয়দের ছেলে রবিউল আলমের মালিকানাধীন একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কবল থেকে ঘরের বাসিন্দারা কোনোরকম বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের কোনোকিছু উদ্ধার করতে পারেনি। এতে তাদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “আগুনে ৩৫ বাই ৪০ ফুট দৈর্ঘ্যের ৬ কক্ষবিশিষ্ট একটি টিন ও বাঁশের বেড়ার তৈরি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।”

পূর্ববর্তী নিবন্ধবন উজাড়ের কারণে পাহাড় ধসের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে
পরবর্তী নিবন্ধস্কুল ছাত্র অপহরণ ঘটনায় আট রোহিঙ্গা গ্রেফতার