রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঘাগড়াকুল মিঠা মামার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তরা হলেন মো. বখতিয়ার, মো. করিম, মো. দিদারুল আলম, মো. শফি ও আবদুর রহমান।
রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার জানান, শুক্রবার রাতে একটি বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ক্ষতিগ্রস্তরা ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেনি। এতে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে খাবারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।