রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর। সোমবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক খোন্দকার পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় পৌর কাউন্সিলর আবুল কাশেম জানায়, উত্তর ঘাটচেকের খোন্দকার পাড়া এলাকার একটি বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে নুরুল হক, ছেনোয়ারা বেগম ও নুর আহমেদের মালিকানাধীন ৩টি বসতঘর পুড়ে যায়।
এতে একদিন আগে মাড়াই করা শতাধিক আড়ি ধান, বিভিন্ন কৃষিজ ফসলাদি, নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র সহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া পার্শ্ববর্তী পেয়ার মোহাম্মদ ও মোহছিনা আক্তারের খড়ের গাদা ও গোয়ালঘর ভস্মিভূত হয়। সব মিলিয়ে তাদের ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”