রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এক বসতঘর। গত সোমবার দিনগত রাতে বেতাগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের এলাকায় এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
সত্যতা নিশ্চিত করে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, ওই এলাকার স্থানীয় বাসিন্দা সিএনজি চালক মাহবুবুল আলমের বসতঘরে গভীর রাতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও পাহাড়ের ভিতর দুর্গম সড়ক হওয়ার কারণে ঘটনাস্থল পৌঁছাতে পরেনি। অগ্নিকাণ্ডে যাবতীয় মালামালসহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সে নিঃস্ব হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। তার সাহায্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।












