রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর ও দোকান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ঘাটচেক রাস্তার মাথায় বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগে তিনটি বসতঘর, একটি ফার্নিচার দোকান, একটি অফিস ও গুদামঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, মো. ইউসুফ মিয়ার তিনটি কাঁচা বসতঘর, একটি ফার্নিচার দোকান, একটি অফিস ও গুদামঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে দলটি গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মোটরসাইকেল খাদে, পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার