রাঙ্গুনিয়ায় আগুনে দুই দোকান ও বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খুরশেদতালুক এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে আলমগীরের বসতঘর ও ফার্মেসি এবং আবদুল মুনাফের লাকড়ির গুদামঘর পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আড়াইলাখ টাকার ক্ষতি এবং চার লাখ টাকার মালামাল উদ্ধার করেছি।

পূর্ববর্তী নিবন্ধশাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর দাফন সম্পন্ন
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার তিন আসনে ভোটের কার্যক্রম চলবে : ইসি