রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আইকনিক টার্ফ চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমিরিয়া পাড়া ফুটবল একাদশ। গত শনিবার রাতে ধামাইরহাটস্থ রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলাটি। উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর এই ফাইনালে আমিরিয়া পাড়া মুখোমুখি হয় সবুজ বাংলা এবং একতা সংঘ। পরে টাইব্রেকারে আমিরিয়া পাড়া জয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম এছানুল হক এহসান। উদ্বোধক ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন আইকনিক স্পোর্টস জোনের উদ্যোক্তা ও কর্মকর্তাবৃন্দ।












