রাঙ্গুনিয়ার ক্রীড়ানুরাগী, সংগঠক ও উপজেলা বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রয়াত অশেষ তালুকদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার প্রাঙ্গনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ি শাখা টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সুজিত তালুকদার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া। আশির্বাদক ছিলেন সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারের অধ্যক্ষ নন্দ শ্রী ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, রাঙ্গুনিয়া পাব্লিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রসেনজিত তালুকদার, পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক এহসান হাবীব, সৈয়দবাড়ি বৌদ্ধ যুব পরিষদের সভাপতি অভিজিত তালুকদার পাপেল, সাবেক সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক একান্ত বড়ুয়া, ব্যাডমিন্টন টুর্নামেন্টের সদস্য সচিব পিয়াল বড়ুয়া প্রমুখ।