রাঙ্গুনিয়ায় ঢিলেঢালাভাবেই চলেছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিন। সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক, খোলা ছিল গ্রামগঞ্জের অধিকাংশ দোকানপাট। এতে রাঙ্গুনিয়ায় বেড়ে চলেছে সংক্রমণ।
আজ শনিবার (২৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, বিধিনিষেধের প্রথম দিন কিছুটা কড়াকাড়ি থাকলেও একেবারেই স্বাভাবিক ছিল দ্বিতীয় দিনের অবস্থা।
মূল সড়ক কেন্দ্রিক এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও আশেপাশের বিভিন্ন অলিগলিতে ছিল স্বাভাবিক অবস্থা। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করেছে। অযথা ঘোরাঘুরি করতেও দেখা গেছে মানুষকে।
তবে অহেতুক ঘোরাঘুরি, বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি পালন না করে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এই অর্থদণ্ড দেন।
কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই সড়কে পুলিশ, র্যাব ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে তল্লাশি চালানো হয়েছে কিন্তু এরপরও সাধারণ মানুষকে লকডাউন মানানো যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “বিনা প্রয়োজনে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হচ্ছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে এ অভিযান চলমান থাকবে।”