রাঙ্গুনিয়ায় অবৈধ সেগুন কাঠ জব্দ

সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৮:৩৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে প্রায় ৭৩০.৩০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা থেকে পাচারের জন্য রাখা এ কাঠ জব্দ করে বনবিভাগের উপজেলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো মাসুম কবির বলেন, “চট্টগ্রামের দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশনায় এবং সহকারী বনসংরক্ষক শীতল পালের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে পাচারের জন্য রাখা ৭৫১ টুকরা ৭৩০.৩০ ঘনফুট সেগুন গোল কাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। তবে পাচারে জড়িত কাউকে পাওয়া যায়নি। বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

উল্লেখ্য, রাঙ্গুনিয়া ও পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে রাইখালী খন্দকাটা হয়ে পদুয়া, কোদালা, শিলক এবং সরফভাটা ইউনিয়নের বিভিন্ন স্থান দিয়ে নদী ও সড়ক পথে বেপরোয়াভাবে মূল্যবান সেগুন কাঠ পাচার হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইস্টএন্ড কন্সট্রাকশন ও লড়েল প্রফেশনালের চুক্তি
পরবর্তী নিবন্ধআগে ‘মূল্য নির্ধারণ পদ্ধতি’ তারপর ভোজ্যতেলের দাম নিয়ে সিদ্ধান্ত