রাঙ্গুনিয়া থানার অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গ্রেপ্তার আব্দুল মালেক (৫৪) রাঙ্গুনিয়া উপজেলার লালানগর এলাকার আব্দুল ছাত্তার প্রকাশ টুইন্নার ছেলে। র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মোগলেরহাট বাজার এলাকায় অবস্থান করছে–এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।












