রাঙ্গুনিয়ায় ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সত্যপীর মাজার গেইট সংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খাঁন মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, “এদিন দুপুরের দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ মরদেহ উদ্ধার করা হয়। এটি গলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে লোকটি মারা গেছে এবং মানসিক ভারসাম্যহীন। ওই লোকটির গায়ে জামা-কাপড় ছিল না। মরদেহটির গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।