রাঙ্গুনিয়ায় পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা এক কিশোরের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালীর লক্ষীরখীল এলাকার পাহাড় থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রোববার বিকালের দিকে পৌরসভার ইছাখালী লক্ষীরখীল এলাকার পাহাড়ি এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে লাশটি থানায় নিয়ে আসা হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, লাশের মুখ ফোলা অস্পষ্ট, গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল। পড়নে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে কোনো জামা ছিল না। কয়েকদিন আগে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে কেউ হত্যা করে লাশটি ফেলে রেখে যেতে পারে ধারনা করা হচ্ছে।