রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। গতকাল বুধবার তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, জামাল উদ্দিন, ইউপি সদস্য মো. ইসমাঈল, আবদুল নবী, মনোয়ার করিম সিকদার, কুতুবুল আলম, মো. মুছা, মো. ফারুক প্রমুখ। উল্লেখ্য, গত ৬ জুলাই ভোররাতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে যায়।