রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে দুই কাঁচা বসতঘরের ৫টি কক্ষ। এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মো. নুরুল আবসার ও আব্দুল মালেকের ঘরের ৫টি কক্ষ পুড়ে যায়।”