রাঙ্গুনিয়ার ৮৩৫৫ জন কৃষক পেল বোরো হাইব্রিড ও বীজ-সার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় রবি মৌসুমে বোরো ধান উৎপাদন প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮৩৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো হাইব্রীড ও উফশী বীজ এবং সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। সভা শেষে ৫৪৮০ জন কৃষককে ২ কেজি করে বোরো হাইব্রীড এবং ২৮৭৫ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪০নং ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধউখিয়া থেকে কিনে নিয়ে যেতেন ঢাকায়