রাঙ্গুনিয়ার ১৫০ স্কুলে স্টুডেন্ট কাউন্সিল ভোট

রাঙ্গুনিয়া প্রতিনিধি  | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ১৫০টি প্রাাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল ভোট। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভাট গ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে খুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিদ্যালয় আঙ্গিনায় পোস্টার সাঁটিয়েছেন। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ভোট গ্রহণ কাজে প্রিজাইডিং, পোলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্য হিসেবে ছিল শিক্ষার্থীদের মধ্যে থেকেই। এমনকি শিক্ষার্থীদের মধ্যে থেকে সাংবাদিক হিসেবেও দায়িত্ব পালন করেছে। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভোট গ্রহণকে কেন্দ্র করে স্কুল জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। অংশ নেওয়া ১৩ জন প্রার্থীর ছবি সম্বলিত পোস্টার টাঙানো রয়েছে বিদ্যালয়ের চারপাশে। কেন্দ্রের বাইরে শিশু ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। ভোট গ্রহণ শেষে প্রার্থীদের সামনেই ব্যালট বক্স খোলা, গণনা এবং শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। শিশুদের এই কার্যক্রমে সহযোগিতা করছেন স্কুলের পরিচালনা পরিষদ ও শিক্ষকরা।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী বলেন, শিক্ষাজীবনের প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের গণতন্ত্রের শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষকদের সহায়তা করা, দক্ষ নেতা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ নির্বাচনের মূল লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধহালদা বিষয়ে গবেষণারত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধবন্ধ ঘরে যুবকের লাশ