রাঙ্গুনিয়ার ১১৫০জন কৃষক পেলেন বোরো ধান বীজ ও সার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

২০২৫২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ ও সার এবং হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে গতকাল সোমবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. শরমিন আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা রাশেদ সরকার প্রমুখ। এদিন ৭৫০ জন কৃষককে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ, ৪০০ জন কৃষককে ৫ কেজি করে উফশি ধান বীজ, ১০ কেজি টিএসপি এবং ১০ কেজি ডিএপি সার দেয়া হয়। উল্লেখ্য, গত আমন মৌসুমে ১৫ হাজার ৪৫৫ হেক্টর জমি থেকে গড়ে ৫.৪ মেট্টিক টন ধান এবং গুমাইলের ৩ হাজার ২০০ হেক্টর জমি থেকে গড়ে ৫.৫ মেট্টিক টন ধান উৎপাদিত হয়। আগের বোরো মৌসুমে ৩৬৫০ জন কৃষককে প্রণোদনা দেয়া হয়েছিলো বলে জানান সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধজামাল খান ওয়ার্ড গ-ইউনিট বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধচুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা’কমিটির সভা